বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব, মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ, আলোচনা সভা, কলেজ মঞ্চ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় কলেজ মঞ্চ প্রাঙ্গণে সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান ও তারুণ্যে উৎসব উদযাপন কমিটি আহ্বায়ক আনোয়ার কবীর তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবদুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, পৌর ছাত্রদলের নেতা ইয়াশ হোসেন আকাশ, কলেজ ছাত্র দলের নেতা বিপ্লব, রফিক প্রমুখ। আলোচনা শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত