1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

সান্তাহারে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ করতে আদমদীঘি উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী নাজনীন আক্তার নীনার সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাগর খান, শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক শফির উদ্দিন, ইউপি সদস্য ফেরদৌস রহমান, রফিকুল ইসলাম জোয়ারদার রুঞ্জু, সান্দিড়া গ্রামের বাসিন্দা বাবলু হুজুর, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোমেনা বেওয়া সপ্না প্রমুখ। মত বিনিময় সভা শেষে গ্রাম আদালতের কি ধরনের বিচার আর কিভাবে করা হয় তার একটি ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়।
বক্তারা গ্রাম আদালতের সুফল উল্লেখ করে বলেন, অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার গ্রাম আদালতে পাওয়া যায়। ফৌজদারি ও দেওয়ানী বিভিন্ন বিরোধ সহজে মিটিয়ে দেওয়া হয়। তাই তো বক্তারা গ্রাম আদালতের উপর ইউনিয়নবাসীকে ভরসা রাখার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট