1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

সান্তাহারে কৃষক দলের ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে সান্তাহার ইউনিয়ন প্রান্নাথপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সান্তাহার ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, পৌর যুগ্ন আহবায়ক মাহমুদুল আলম, সেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন,যুবদল নেতা কারমান আলী মাষ্টার, আবুল বাশার বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর কৃষক দলের আহবায়ক মাহমুদ আলী মিঠু, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ইয়াবর আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক রায়হান শরিফ রানা, সদস্য সচিব আবু রায়হান আলী, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, আব্দুল কুদ্দুস, বেলাল হোসেন, আদমদীঘি সদর কৃষক দলের আহবায়ক আয়েন উদ্দিন, নশরতপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম, কুন্দগ্রাম ইউনিয়ন কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম, আজাদ সরদার, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক জিসান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট