1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সুত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গত বৃহস্পতিবার ২১ নং স্মারকে জানানো হয়েছে। আদেশে উল্লেখ আছে, যেহেতু তিনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিক ভাবে নারী ঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়ে ছিলেন। যা অসদাচরণ এবং পলায়নের সামিল। তিনি সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে নারী ঘটিত বিষয়ের কারণে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত