জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উপস্বাস্থ্যের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানায়, গত পাঁচ থেকে দশ বছর আগেও এখানে ভালো চিকিৎসা হত কিন্তু এখন আর কোন ডাক্তার না আসায় আমাদের যেতে হয় বকশীগঞ্জে কিংবা দেওয়ানগঞ্জে।ওই উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মাহমুদুল হাসান এর ছত্র-ছায়ায় এসব অপকর্ম হচ্ছে বলে জানা গেছে । তিনি স্বাস্থ্যকেন্দ্রটিতে যোগদানের পর থেকে কেন্দ্রটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ । রোগিরা জানায়,একটা রোগীকে এখান থেকে বকশীগঞ্জে নিয়ে যেতে গেলে রাস্তায়ও মারা যায় বলে অভিযোগ রোগীদের,তারা বলেন বাড়ির পাশে হাসপাতাল থেকে লাভ কি,যেখানে সময় মত চিকিৎসা পাওযা যায় না।
যেখানে রোগী থাকার কথা, সেখানে রাখা আছে গরু। পাশের পরিতাক্ত হাসপাতালের এক পাশে গরুর গোয়াল ঘর বানিয়ে রেখেছে। গরু বাধা হাসপাতালে দেখে যেন মনে হয় হাসপাতালটি গোয়ালঘর।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এর কাছে গেলে তিনি বলেন,তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়ায় যায়নি আমি সময় মত হাসপাতলে যেতে পারিনি আমি উর্দ্ধতন কর্মকতাদের জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক বলেল, ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যাবস্থা।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত