ইয়াবা, ১৮ বোতল মদ এবং ২১ বোতল ফেনসিডিল সহ সর্বমোট ১৯,৫০,৪০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি। ২৮ জানুয়ারী মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনস্থ সাতক্ষীরা থানাধীন ভোমরা বিওপি সীমান্তের লক্ষীদাড়ী এলাকা থেকে ৪ বোতল ভারতীয় মদ এবং ২১ বোতল ফেনসিডিল , বৈকারী বিওপি সীমান্তের বলদঘাটা এলাকা থেকে ৫০০ পিস ভারতীয় ইয়াবা , কালিয়ানী বিওপি সীমান্তের মাঠ এলাকা থেকে ৫০০ পিস ভারতীয় ইয়াবা, এছাড়াও কলারোয়া থানাধীন মাদরা বিওপি পৃথক ভাবে সীমান্তের চান্দা মাঠ এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ ও ২,১০,০০০ টাকা মূল্যের ঔষধ আটক করে , অপরদিকে সাতক্ষীরা থানাধীন কুশখালী বিওপি সীমান্তের শ্মশান এলাকা থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি সীমান্তের চৌরঙ্গী মোড় এলাকা থেকে ৩,৫০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপি পৃথকভাবে সীমান্তের রাজ্জাকের মোড় গাঁড়াখালী এবং হাজীর মোড় এলাকা থেকে ৫,৬৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ শাড়ী এবং বোরকা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সীমান্ত এলাকার হরিণা ব্রীজ এলাকা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, এছাড়াও চান্দুড়িয়া বিওপি সীমান্তের গোবরপোতা এলাকা থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোর রুমে জমা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত