1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড: বিএমএসএস-এর তীব্র প্রতিবাদ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি তালা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান। এ সময় অফিসের কর্মকর্তাদের সঙ্গে তার কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত ইবনে জারির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এমন দমনমূলক পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গেলে তার সঙ্গে এমন আচরণ এবং তাৎক্ষণিক সাজা প্রদান গ্রহণযোগ্য নয়।”

বিএমএসএস দ্রুত সাংবাদিক রোকনুজ্জামান টিপুর মুক্তি দাবি করেছে এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত