স্টাফ রিপোর্টার;
রাজশাহী টু নওগাঁ রোডে বিদরপুর ক্লোড স্টোরেজ মোড়ে, মোটরসাইকেল টু মোটরসাইকেলে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।
জানা গেছে আজ ১৩- মে" (মঙ্গলবার) আনুমানিক বেলা ১২- ৩০ মিনিটে রাজশাহী টু নওগাঁ রোডে বিদরপুর ক্লোড স্টোরেজের মোড়ে, মোটরসাইকেল টু মোটরসাইকেলে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণমাধ্যম কর্মী জাকির হোসেন (টুটুল)।
একোই সাথে তাঁর সহধর্মিণী, জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা নাজিরা বেগমও আহত হয়েছেন।
বিদরপুর ক্লোড স্টোরেজের মোড়ে, মোটরসাইকেল টু মোটরসাইকেলে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হলে, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
বর্তমানে আহতদ্বয়কে নিজ বাসগৃহে (পারিক চিকিৎসক) ডাক্তার আশাদুল ইসলাম চিকিৎসা করছেন বলে জানা গেছে।
জাকির হোসেন (টুটুল) তাঁর এবং তার সহধর্মিণীর আশু-সুস্থতা কামনায় সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া আর্শীবাদ প্রার্থনা করেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত