1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানালেন মাসউদা আফরোজ শুচি সকল সনাতন ধর্মালম্বী হিন্দু ভাই-বোনদের।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল হিন্দু সম্প্রদায় সর্বজনকে শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন!

আসুন সবাই একসঙ্গে মায়ের আশীর্বাদ প্রার্থনা করি, এই প্রত্যাশায় মা’ দুর্গার আগমনে শরতের কাশফুলের মত যেন আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে, শিউলি ফুলের গন্ধে মেতেছে পুরো জমিন আকাশ। কাশ-ফুলের দোলা জানান দিচ্ছে মা আসছে। তাই সকল দুঃখ-বেদনা দূর করে মা দুর্গা আমাদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুক। দূর্গা পূজা হউক শক্তির আরাধনা। মা দুর্গার আরাধনায় সমবেত সকলের মন হউক প্রফুল্ল।

৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসন নাচোল গোমস্তাপুর ভোলাহাট উপজেলার ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনকে শারদীয় শুভেচ্ছা জানান মাসউদা আফরোজ শুচি।
শুচি বলেন দীর্ঘ ১৭ বৎসর মাঠে প্রোগ্রাম করে ঘরে টিকে থাকতে পারেনি বাড়িতে বসে ভাত খেতে পারেনি অনেক নেতা কর্মী আমি সেই সকল নেতাকর্মীকে উদার্থ আহ্বান জানাবো আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কাউকে সৃষ্টি করতে দেবেন না।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমরা যেন হানাহানি ও সহিংসতা না করি একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক শক্তি সঞ্চার করি।
শুচি আরো বলেন আমার জন্ম হয়েছিল অবহেলিত না চোলে খেটে খাওয়া মেহনতি ও হতদরিদ্র মানুষের দিকে দৃষ্টি দিতে এবং তাদের পাশে দাঁড়াত।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্ব আমার কাঁধে আসার পর আমি সর্বাত্মক চেষ্টা করেছি এবং করে যাচ্ছি পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএনপিকে সুশৃঙ্খল রাখার। বিশেষ করে নাচোল গোমস্তাপুর ভোলাহাটের সকল মা বোন ও ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ও দোয়া চাইছি। আমি আপনাদের শুচি আপনাদের মাঝে থেকে সকল দুঃখ-কষ্ট শুনবো এবং চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।
আবারো সফল সনাতন ধর্মের ভাই-বোনদের শারদীয় শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট