ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১৫ জানুয়ারি বুধবার দিনভর লাইসেন্সবিহীন পরিবেশের জন্য ক্ষতিকর,সুষ্ঠু পরিবেশ বিনষ্টকারী এবং জনস্বাস্থ্যের জন্য খতি কারক ৪টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৯ (সংশোধিত) আইনে উপজেলার রূপসী ইউনিয়নের কেআরবি ব্রিক্সস কে ২ লক্ষ টাকা, বালিয়া ইউনিয়নের শালিকাকান্দা এলাকার সূচনা ব্রিকস কে ২ লক্ষ টাকা,ও এএসবি বিক্সস কে ২ লক্ষ টাকা এবং কাইচাপুর এলাকার নিউ লাকী ব্রিকস কে ৩ লক্ষ টাকা জরিমানা করে সর্বমোট নয় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্যকার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মেহেদী হাসান ফারুক,এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত