1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

রাত পোহালেই কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির ভোট

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

রাত পোহালেই কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ মার্চ বুধবার জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় সকাল ১০ ঘটকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচনে এবার ১৪টি পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সভাপতি পদে প্রর্থী হয়েছেন বর্তমান সভাপতি আওয়ামী লীগ ঘরানার অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ ও সতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন। অন্যান্য পদের মধ্যে সহ- সভাপতি পদে মোঃ আব্দুর রাশিদ ভূঞা, মুফতী মোঃ জাকির খান ও মোঃ মানিক, সহ- সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, মোঃ মাসুদ মিয়া, শাহিনুর কলি,সুকান্ত সাহা খোকা, লাইব্রেরি সম্পাদক পদে আনোয়ার জাহান ভূঞা লিংকন ও মোঃ আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক পদে এ এম ছাজ্জাদুল হক ও মোঃ জাকির হোসেন রাসেল, অডিটর পদে, আবু বাক্কার সিদ্দিক ও মোঃ আল- আমীন এবং সদস্য পদে ৫ জন যথাক্রমে কফিল উদ্দিন,মোঃ আবু তাহের হারুন,মোহাম্মদ আহসানুজ্জামান নাসির,মোহাম্মদ সারোয়ার জাহান সানি ও মোঃ সোহাগ মিয়া। এই ৫ সদস্যদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পবিত্র রমজান মাসেও প্রার্থীরা শেষ মূহুর্তের প্রচার – প্রচারণায় ব্যাস্ত সময় অতিবাহিত করছেন। ভোটারদের কাছে প্রার্থীর ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
কোর্ট প্রাঙ্গণে ব্যানার,ফেস্টুন প্রচার পত্রের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
বিএনপির প্রার্থীরা তাঁদের ব্যানার ও প্রচারপত্রে ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত’ লিখলেও অন্য প্রার্থীরা কোন দলীয় মনোনীত এরকম কিছুই লেখেননি। এছাড়া সভাপতি প্রার্থী আলাউদ্দিন আহমেদ জানিয়েছেন কিন্তু তাঁর ব্যানার ও প্রচারপত্রে দলীয় কিছু লেখা নেই। তিনি ব্যক্তিগতভাবে লড়ছেন। গত বছরও আওয়ামী ঘরানার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ‘আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান বলেন নির্বাচনে ৬০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আইনজীবী সমিতির নেতা নির্বাচিত করবেন। আইনজীবীদের সাথে কথা বলে জানা যায় এই বারে
আওয়ামী ঘরানার ভোটারই বেশি। যে কারণে প্রতি বছর সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী ঘরানার প্রার্থীরাই জয়ী হন। গত বছরও আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ৯টি পদে জয়ী হয়েছিল। আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয়ী হয়েছিল। এই নির্বাচনে ইতোমধ্যেই ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কিশোরগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট মুহাম্মদ জালাল উদ্দীন বলেন নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের পক্ষে প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করছি আমাদের প্যানেল জয়ি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট