রাজশাহীর দুর্গাপুরে সিংগা গ্রামের যুবসমাজের উদ্যোগে অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ (শুক্রবার) দুর্গাপুর মডেল উচ্চবিদ্যালয়ে বিকাল ৪ টার দিকে এই বিতরণ কার্যকর অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে রাজশাহী জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক, রাজশাহী জেলা জিয়া সংস্কৃতিক সংগঠন (জিসাস) সদস্য খায়রুল ইসলাম, জাজাস পৌর আহ্বায়ক শরিফুল ইসলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক আল আমিন, বিশিষ্ট ব্যাবসায়ী সোহাগ, রিদয়, শাকিল, প্রমূখ যুবকরা উপস্থিত ছিলেন। উপহার প্যাকেজে
পোলার চাউল,লাচ্চা, চিনি, মিনিকেট চাউল বিতরণ করা হয়।
সোহেল রানা শহীদ জানান, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ধনী গরিব সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে সিংগা গ্রামের যুব সমাজের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে ঈদ উপহার দিয়েছি আমরা। এতে করে ঈদের দিনে সকলেই একই ধরনের খাবার খেতে পারবে উৎসবের আমেজ প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে আমরা বড় পরিসরে অসহায় মানুষদের সহায়তা করবো ইনশাল্লাহ ।