রাজশাহীর দুর্গাপুরের দেলুয়াবাড়ী ইউনিয়নের বেড়া দক্ষিণপাড়া গ্রামে একটি রাস্তা এইচবিবি করণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য তমেজ উদ্দিন নকশা অনুসারে রাস্তাটি এইচবিবি করণ না করে তার আপন দুলাভাইকে সুবিধা দিতে ও ক্ষমতার বলে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর দিয়ে রাস্তাটি করেছেন। এমন অভিযোগ এনে একই গ্রামের ভুক্তভোগী আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার বেড়া দক্ষিণপাড়া গ্রামের ইসমাইলের বাড়ি হতে মাস্টার গোলাম মোস্তফার বাড়ি পর্যন্ত সরকারি ডহর উপর দিয়ে এইচবিবি রাস্তা হওয়ার কথা থাকলেও আব্দুস সামাদের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণের প্রকল্প পাশ করে আনেন ইউপি সদস্য তমেজ উদ্দিন। ইউপি সদস্য জোরপূর্বক রাস্তাটি ইসমাইলের বাড়ি হতে আব্দুস সামাদের বাড়ি পর্যন্ত না করে, নকশার পরিবর্তন করে তার আপন দুলাভাই মজির আলীর বাড়ির দরজা পর্যন্ত রাস্তাটি এইচবিবি করেন। এতে বেড়া মৌজার ২৪৪০,২৪৪২,২৪৩৪,২৪৩৬ দাগের উপর দিয়ে রাস্তা হওয়ার কথা ছিলো কিন্তু ভুক্তভোগী আবুল কালাম আজাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ২৪৪১ দাগের ওপর জোরপূর্বক রাস্তাটি করেন। এ সময় ভুক্তভোগী আবুল কালাম আজাদ বাঁধা দিলে প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য তজেম উদ্দিন, মোঃ মজির আলী ও তার আত্মীয় স্বজন তাকে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারধরের হুমকি প্রদান করেন।
ওই এলাকার ইসমাইল হোসেন জানান, আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নিয়ে তমেজ মেম্বার রাস্তা নির্মাণ করেছেন। জমি দিতে অস্বীকৃতি জানানোই ১৫ থেকে ২০ জন সশস্ত্র অবস্থায় আমার বাড়িতে হামলা চালায়।
জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য ও রাস্তা এইচবিবি করণ প্রকল্পের সভাপতি তমেজ উদ্দিন বলেন, এলাকাবাসীর সুবিধার জন্য রাস্তাটি যে কোন জায়গা দিয়ে করা যেতে পারে। সরকারি জায়গা দিয়ে রাস্তাটি করতে হবে এমন কোন নিয়ম নাই। এছাড়াও ওখানে সবাই রাস্তার জন্য জমি দিয়েছে। শুধু অভিযোগকারী আব্দুল কালাম আজাদ জমি দেননি। তাই তার জমি নেওয়া হয়নি, বলে দাবি করেন এই ইউপি সদস্য।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, বেড়া গ্রামে রাস্তা এইচবিবি করনে একব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।