অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর (রাফা) সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক, জনাব কর্পোরাল মোঃ সাইফুল ইসলাম।
গত ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে দুপুর ১২:৩০ ঘটিকায় রাজশাহীর দরিখর্বোনা মোরের (৩২৬৩-নং) দাগের অবসর প্রাপ্ত কর্পোরাল মোঃ সাইফুল ইসলামের পৈর্তৃক সম্পত্তিতে দ্বিন মোহম্মদের হুকুমে সীমানা প্রাচীর তৈরী ও জবরদখলের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়। উক্ত সম্পত্তির চলমান কেস (নং-৫০৪) অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ সাইফুল ইসলামকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী মন্টু ও বাবু কল করে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম উপস্থিত হলে তার উপরে পরিকল্পিত ভাবে মেরে ফেলার উদ্দেশ্যে আগে থেকেই ধারালো লাঠি সোটা হাতুরি, রড ও ইট মজুদ রাখে তা দিয়েই অতর্কিত ভাবে আক্রমণ করে (১) আব্দুল মোমিন (মন্টু) (২)মোবিন বাবু স্বপন(৩)সাগর (৪) জিতু, এই ঘটনার সম্পূর্ণ মূল নায়ক। অবসরপ্রাপ্ত মোঃ সাইফুল এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসা ধীন রয়েছে। ন্যায় বিচারের দাবিতে প্রশাসন ও সরকারের কাছে পরিবারের পক্ষ হইতে জোর আবেদন জানান।