1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি 24
  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করেন। তাদের এই অসম বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। যদিও শুরু থেকে এ দম্পতি জানান, তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এ বিয়ে মেনে নিতে পারেননি তিশার বাবা সাইফুল ইসলাম। তিনি বাদী হয়ে মুশতাকের বিরুদ্ধে প্রলোভন ও ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। মামলায় কলেজটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়। তদন্তে থানা পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে ওই প্রতিবেদনের ওপর মামলার বাদী নারাজি দিলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের দায়িত্ব দেন। পিবিআইও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ভিকটিম (সিনথিয়া ইসলাম তিশা) আইন অনুযায়ী সাবালিকা, তিনি নিজ ইচ্ছায় আসামি মুশতাককে বিয়ে করে তার সঙ্গে সংসার করছেন। এ বিষয়টি বাদী কোনোভাবেই মেনে নিতে না পেরে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট