রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওই কেবিনে সিসিইউয়ের সব ধরনের সুবিধা রাখা হয়েছে। সোমবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়াকে কেবিনে হস্তান্তর করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আজ বিকেল ৪টা ৩০ মিনিট দেশনেত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে নেওয়া হয়েছে। ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন কেবিনে নেওয়ার বিষয়টি অবহিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত