1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

রক্তে অর্জিত অন্তর্বর্তী সরকারের চারপাশে এখনো ফ্যাসিবাদের দালালরা জায়গা নিয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

রক্তে অর্জিত অন্তর্বর্তী সরকারের চারপাশে এখনো ফ্যাসিবাদের দালালরা জায়গা নিয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএফইউজে’র মহাসচিব জ্যেষ্ঠ সাংবাদিক কাদের গনি চৌধুরী। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মরহুম রুহুল আমিন গাজীর স্মরণে নাগরিক শোক সভায় তিনি এসব কথা বলেন। দ্রুত এদের না সরালে সরকার ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা অনেক, কোনোভাবেই হত্যাকারী দোসরদের স্থান এই সরকারের পাশে হতে পারে না। এতে সরকারের লক্ষ অর্জন সম্ভব হবে না। সভায় বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতা, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য ঐক্য জরুরি। সবাই সরব থেকে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট