শিল্পী আক্তার রংপুর ব্যুরো
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৮/১০/২০২৪ তারিখ দুপুর ০৩:০০ ঘটিকায় ভিকটিম মোজাহার আলী ঘুরতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হয়ে যায়। পরের দিন অনুমান বিকাল ০৫:০০ ঘটিকায় ভিকটিমের পরিবার জানতে পারে যে, ভিকটিমের লাশ বদরগঞ্জ থানা এলাকায় পাওয়া গিয়েছে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৮/১০৪, তাং-০৯/০৫/২০২৫, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক ইং ১৯ মে ২০২৫ তারিখ ১৫.১০ ঘটিকায় হত্যা মামলার পলাতক আসামী মোঃ আবু তাহের (৩৫), পিতা-মোঃ আঃ করিম, সাং-আমরুলবাড়ী হাটখোলাপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর’কে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ঘাঘট সেনা প্রয়াস পার্ক মোড় থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।