র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর শনিবার আনুমানিক রাত ১১.২০ টায় র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন ২১ নং ওয়ার্ডের অন্তর্গত কামারপাড়া বাসস্ট্যান্ডে অবস্থিত মেসার্স আয়েশা টেন্ডার্স এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার উওর কৃষ্ণপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেন এর ছেলে মোঃ তন্ময় আহমেদ সোহান'কে গ্রেফতার করে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত