শিল্পী আক্তার রংপুর ব্যুরো
রংপুর জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আজ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে নকল করার চেষ্টাকালে এক পরীক্ষার্থী ও তার সহযোগীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক রয়েছে আরেক সহযোগী।
আজ সকাল ১০টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে টিআরসি পরীক্ষার লিখিত অংশ অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সকাল ১১টা ১০ মিনিটে কেন্দ্রের ভাষা ভবনের ২০১৩ নম্বর কক্ষে মো. নাঈম ইসলাম (১৯) নামের এক পরীক্ষার্থী তার মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে ইমো অ্যাপের মাধ্যমে বাইরে অবস্থানরত বন্ধু মো. হাসানুর (২২)-কে পাঠায়। এরপর হাসানুর উত্তরের ছবি তৈরি করে আবার ইমোতে পাঠালে, নাঈম তা গোপনে দেখে খাতায় লিখতে থাকে।
ঘটনাটি পরীক্ষক নজরে আনলে, জিজ্ঞাসাবাদে নাঈম জানায়, মূসা নামের এক বন্ধুর সহায়তায় সে এই পরিকল্পনা বাস্তবায়ন করে। তার স্বীকারোক্তি অনুযায়ী জেলা ডিবির এসআই অমিত পার্থ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে হাসানুরকে আটক করা হয়। পলাতক সহযোগী মূসার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানা, আরপিএমপি রংপুরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লিখিত পরীক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ পরিদর্শক মো. আইনুল হক বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আটককৃতদের থানায় সোপর্দ করেছেন।
ঘটনাস্থলে রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং নিয়োগ বোর্ডের সভাপতি দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন পরীক্ষার পরিবেশ তদারকি করেন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর ও আশেপাশের জেলার অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারগণ।
প্রসঙ্গত, এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৯ মে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচিত করা হবে।