শিল্পী আক্তার রংপুর ব্যুরো
বিভাগীয় নগরী রংপুরে ১ হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মানে দেশের প্রধান উপদেষ্টার নিকট অনুরোধ জানিয়ে গনমিছিলে অংশ নিয়েছেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
গতকাল ৩ মে শনিবার, বিকেলে ( সাড়ে ৩ টায়) সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম এর ব্যানারে এই গণমিছিলে তিনি অংশ নেন। শহীদ আবু সাঈদের বাবা, প্রধান উপদেষ্টা ড: মুহম্মদ ইউনুছকে উদ্দেশ্য করে বলেন, অন্য কোথাও নয়, রংপুরেই যেন চীনের হাসপাতালটি স্থাপন করা হয়।
এসময় সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং রংপুরে চীনের উপহারকৃত ১ হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ" গঠন, গ্যাস সংযোগ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র চালু সহ ১৮ দফা দাবি তুলে ধরেন।
গণমিছিলটি নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত