1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষ, মাহমুদুজ্জামান লিমন নিহত

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে এ তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কের ইসলাম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তরুণের নাম মাহমুদুজ্জামান লিমন (২২)। তিনি উপজেলার বাপ্তা গ্রামের হালিম উদ্দিন ফকিরের ছেলে। লিমন মোটরসাইকেলটির চালক ছিলেন। 

কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. দাদন মীর বলেন, নান্দিয়া সাঙ্গুন বাজার থেকে বরমী গফরগাঁও আঞ্চলিক সড়ক ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন লিমন। এ সময় ইসলাম মার্কেটের কাছে পৌঁছালে দ্রুত গতির একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারটি ময়মনসিংহে জব্দ করেছে স্থানীয়। আমি রওনা হয়েছি গাড়িটিকে আনতে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত