মৃত্যু একটি অবধারিত সত্য.....
একে পাশ কাটাতে যাওয়া সীমাহীন মূর্খতা। সেই মানুষটাকেই ভালোবাসবেন,
সীমাহীন মিস করবেন-
আজ সামান্য ইগো কনফ্লিক্টের কারণে
যাকে এভোয়েড করছেন !!!
কে কখন কাকে দায়মুক্তি দিয়ে
হঠাৎ বিদায় নেবে বলা মুশকিল !!!
বিবেকের কাছে পরাজিত হবার চেয়ে
বড় পরাজয় আর নেই !!!
বিবেকের কূটকটানী সাংঘাতিক....
অনবরত খোঁচাবে আপনাকে....
আপনি উহ্-আহ্ করতে থাকবেন !!!
ইচ্ছে করবে মানুষটাকে বলি-
"তুমি কি আজও রাগ করে আছো ?
এতো অভিমান তোমার ??
এতো জেদের কি ছিলো !!!"
পারবেন না, সুযোগ পাবেন না,
সে আপনাকে দায়মুক্তি দিয়ে অসীমের পথে ....!!!
রেখে গেছে তাঁর দেয়া কিছু স্মৃতি,
যেটা সময়ের সাথে সাথে ধূসর হলেও
ঘনত্ব বাড়তে থাকবে,
বাড়াবে তার শেকড়ের গভীরতা !!!
হঠাৎ একদিন টাপুর টুপুর বৃষ্টিতে
আপনার মনে কষ্টের ঝড় বইয়ে দেবে....
আপনি বোবা হয়ে যাবেন .........
বুক ফাটা আর্তনাদ নিয়ে বলতে ইচ্ছে করবে-
"ফিরে এসো! ক্ষমা করো আমাকে !!! "
মানুষ চলে যাবে.... রেখে যাবে স্মৃতি.... আপনার আশেপাশেই
ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওরা !!!
আপনি জন্মান্ধের মতোই হাতড়াবেন....
নীরবে আফসোস করবেন বৈকি....... !!!
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত