কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সাতসকালে পশ্চিম বাংলা পুলিশের মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল ফোর্স ও বহরমপুর থানার পুলিশের ঝটিকা অভিযান চালিয়ে ফারাক্কার হাবলু সেখ কে গ্রেফতার করে। তার কাছ থেকে বিহারের মুঙ্গের থেকে আনা সাতটি দেশি 7,56,মি মি পিস্তল ও 13,টি ম্যাগাজিন এবং 10, টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খাঁন আই পি এস। তিনি বলেন যে আজ খুব সকালে গোপন সূত্রে খবর পেয়ে তারা হানা দেয়। এবং কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতী হাবলু সেখ কে হাতেনাতে ধরে ফেলে। এই হাবলু সেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। ওখান থেকে চোরা পথে বিহারের মুঙ্গের থেকে এসব মারণাস্ত্র নিয়ে এসেছে। এই হাবলু সেখের সাথে কোন আন্তর্জাতিক চোরাকারবারি ও অন্তরাজ্যোর কোন দুষ্কৃতীদের সাথে যোগাযোগ রয়েছে কিনা তা খেতিয়ে দেখছে। আজ দুপুরে হাবলু সেখ কে বহরমপুর জেলা পুলিশের আদালতে তোলা হলে তাকে 10, দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খাঁন আই পি এস সাহেব।।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত