কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন এলাকায় ভারতীয় অবৈধ চিনির বস্তা ভর্তি ২ টি ট্রাক জব্দ করেন বাঙ্গরা বাজার থানা পুলিশ।
২৯ ডিসেম্বর বরিবার রাত ১০ টা ৩০ মিঃসময়ে ০৫ নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের (৯)নং ওয়ার্ডস্থ নবীয়াবাদ গ্রামের মিজানুর রহমান সরকারের গরুর খামারের সামনে সংচাইল বাজার হইতে বাঙ্গরা বাজার গামী পিজ ঢালায় রাস্তার উপর থেকে দুই ট্রাক ভর্তি অবৈধ অস্বাস্থ্যকর নিম্ন মানের ভারতীয় চিনি জব্দ সহ চোরাকারবারি ২ জনকে আটক করেন বাঙ্গরা বাজার থানা পুলিশ। চোরাচালান কারি অজ্ঞাত আরেক জন পালিয়ে জান বলে জানান বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।জব্দকৃত চিনির পরিমাণ ছিলো ১৪৫ বস্তা (৭১০৫ কেজি) ভারতীয় চিনি। যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
আটককৃতরা হলেন ১। মোঃ রনি(২২), (ঢাকা মেট্রো ন-১২-০৬০১ গাড়ি চালক), পিতা-মোঃ সোহেল মিয়া, মাতা-বকুল আক্তার, সাং-কুটি জাজিয়ারা (হাসেনার বাড়ী), হায়দার নগর মাঠ, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ সালাউদ্দিন(৪৭), (নম্বর প্লেট বিহীন গাড়ির চালক ), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মৃত মোমেনা খাতুন, সাং-রামচন্দ্রপুর (বাল্লাক), আজিজ উল্লাহ মাস্টার বাড়ী, ০৪নং ওয়ার্ড, শশীদল ইউপি, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা।
পুলিশ সূত্র জানায়, এসআই(নিঃ)/মোঃ নাহিদ হাসান সঙ্গীয় ফোর্স থানা এলাকায় জরুরি ডিউটিকালীন অবস্থায় বাঙ্গরা বাজার থানাধীন ০৫ নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ নবীয়াবাদ গ্রামের মিজানুর রহমান সরকারের গরুর খামারের সামনে সংচাইল বাজার হইতে বাঙ্গরা বাজার গামী পিজ ঢালাই রাস্তার উপর দিয়ে গাড়ি দুটি আসতেছিলো, এমতাবস্থায় গাড়ি থামানোর সিগনাল দিলে গাড়ি থামিয়ে চোরাচালান সেন্ডিকেটের সাথে জড়িত থাকা ড্রাইভার সহ তিন জন দৌড়ে পালানোর চেষ্টা করলে ড্রাইভার ২ জনকে আটক করতে সক্ষম হোন বাঙ্গরা বাজার থানার দুর্দান্ত অফিসার এসআই (নিঃ) নাহিদ হাসান ।অজ্ঞাত আরেক জন পালিয়ে যান, এতে করে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় এমতাবস্থায় স্থানীয় লোকজনের সামনে গাড়ি দুটি তল্লাশি করে দেখেন গাড়ি ভর্তি অবৈধ ভারতীয় নিম্ন মানের চিনি , গাড়ি চালক১। মোঃ রনি(২২), ২। মোঃ সালাউদ্দিন(৪৭), কে আটক করে ২টি চিনি ভর্তি গাড়ি সহ থানায় সপর্দ করেন,এস,আই (নিঃ)নাহিদ হাসান বলেন ,পরবর্তীতে আমরা গননা করে ১৪৫ বস্তা ভারতীয় চিনি পাই এবং যাহার ওজন ৭১০৫ কেজি, ২টি গাড়ি সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক বর্ণিত ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করি।
এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনর্চাজ মাহফুজুর রহমান বলেন, চিনি জব্দ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানার মামলা নং-১৭, তাং-৩০/১২/২০২৪ ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করেন। বাঙ্গরা বাজার থানা এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে দেখা যায় দির্ঘদিন যাবত জাহাঙ্গীর মহাজন ও জামাল মহাজন এরা আপন দুই ভাই এবং জাহাঙ্গীর মহাজনের ছেলে ওমর সহ এই সেন্ডিকেটের সাথে জড়িত এলাকা বাসী আর বলেন জাহাঙ্গীর মহাজন ও তার ভাই জামাল মহাজন জাহাঙ্গীর মহাজনের ছেলে ওমর চিনির অন্তরালে গাঁজা,ইয়াবা সহ মাদক চোরাচালান করে অল্প দিনে কয়েকশ কোটি টাকার মালিক হয়েছেন ,এই সেন্ডিকেটৈর আরেক জন মোঃ আল আমিন সাং নয়নপুর তাহার সাথে মোবাইলে এই বিষয়ে কথা বলে জানা যায়,উনি বলেন চিনি চিনি আমাদের এই চিনি আমরা নিলামে কিনেছি আমাদের কাছে নিলামের মেমো আছে এই মালের মালিক জাহাঙ্গীর মাহাজনের,আমরা আমাদের সেন্ডিকেটের দায়িত্ব নয়ন পুর থেকে মাধবপুর পর্যন্ত পৌছে দেয়া, মাধবপুর থেকে আরেক সেন্ডিকেট সেই সেন্ডিকেটের গড ফাদার জাহাঙ্গীর মাহাজন এই চিনি জাহাঙ্গীর মহাজনের গোডাউনে যাবে। জাহাঙ্গীর মহাজনের সাথে মোবাইল ফোনে এই বিষয়ে কথা বললে তিনি বলেন এই চিনি বৈধ এই মর্মে তিনি দুটি নিলামের চালান কপি একুশে নিউজ এর অনুসন্ধানী প্রতিনিধির মোবাইল এ পাঠান। বিষয়ে বাঙ্গরা থানা বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন এই নিলামের মেমো গুলো জাল মেমো এটি আমি কাস্টম ও বর্ডার গার্ড এর সাথে কথা বলে জানতে পেরেছি।ফেসিবাদি সরকার আওয়ামী লীগের আমলে মোরাদ নগর (৩)আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এর লোকছিল এই চোরাচালান কারবারির গডফাদাররা তার দাপট দেখিয়ে এই অবৈধ ব্যাবসার সাম্রাজ্য গড়ে তুলেছে বলে এলাকা সুত্রে জানাযায় প্রতিদিন লহ্মাধিক কেজি ভারতীয় অস্বাস্থ্যকর নিম্ন মানের অবৈধ চিনি জাহাঙ্গীর মহাজন ও তাহার ভাই জামাল মহাজনের গোডাউনে ঢুকে সেখান থেকে রাতের আধারে বাংলাদেশের বিভিন্ন বাজার ও মার্কেটে এই অস্বাস্থ্যকর চিনি ও চোরা কারবারীর মালামাল মাদকদ্রব্য সহ কাভার্ডভ্যান ও ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে বাজার জাত করে অনেক দিন যাবৎ গোডাউনে অনেক দিন পরে থাকা অপরিশোধিত ধুলো ময়লা যুক্ত চিনি নতুন চালানের সাথে মিশিয়ে পেকেট জাত করে বাজারে বিক্রি করে বলেও অভিযোগ রয়েছে এলাকা বাসীর এলাকা বাসী এও বলেন বর্তমান মজলুম জননেতা আলহাজ্ব কাজী কায়কোবাদ দাদার লোক দের সাথে সেন্ডিকেট করে এই ভারতীয় পণ্যের চোরাচালান ব্যাবসা চালা নোর চেষ্টা চলছে, জাহাঙ্গীর মহাজন ও জামাল মহাজন মাল ছাড়িয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করেন , অনেকে থানায় সুপারিশ ও করেন ভাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান নাসুর বান্দা কারো সুপারিশ আমলে না নিয়ে আইন গত যা ব্যাবস্থা গ্রহন করার তিনি তাই করেছেন তিনি আরও বলেন কোন অপরাধীকে আমি ছার দেবনননা বলে জানান তিনি বলেন যেখানে অপরাধ সেখানেই থাকবে আমার আইনের হাত জাহাঙ্গীর মহাজন নকল নিলামের স্লিপ দিয়ে তাহার ভারতীয় অবৈধ চোরাচালান ব্যাবসাকে বৈধ বলে দাবি করেন এদিকে নবিয়াদ এলাকায় অনুসন্ধান করে দেখা যায় নাম প্রকাশে অনিচ্ছুক একতা মেডিকেল হলের সত্যাদিকারি ডাঃ ফিরোজুর রহমান এই সেন্ডিকেটের সাথে জড়িত বলে স্থানীয় দের অভিযোগ রয়েছে, এই বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান একুশে নিউজের বিশেষ অনুসন্ধানী প্রতিনিধি এইচ এম শাহীন
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত