1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

মাসদাইরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ২ জন।

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক;
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিজয়স্তম্ভের আশপাশের সড়ক দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এই অবৈধ কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে গিয়ে চক্রটির হামলার শিকার হয়েছেন সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় ও হাবিব।

রবিবার ৪ মে ১.৩০ মি‌নিট সময় মিলন বিশ্বাস হৃদয় ও হাবিব তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মাসদাইর এলাকায় যান। সেখানে অবৈধ দখলদার ব্যবসায়ী ও তাদের সহযোগী সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে চালানো এ হামলায় দুই সাংবাদিক গুরুতর রক্তাক্ত জখম হন।

আহতদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা গুরুতর হলেও এখনো শঙ্কামুক্ত নয়।

এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর ফতুল্লা মডেল থানার ওসি জানিয়েছেন, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের দাবি, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করে স্বাধীনভাবে সাংবাদিকতা করার পরিবেশ নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট