1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন

মোঃ মাহতাব হাওলাদার, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে। গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর পূর্বের গভর্নিং বডি বিলুপ্ত ঘোষনা করা হয়। এরপর কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে আগামী ৬ মাস মেয়াদের জন্য ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করে পত্র জারি করে।

ভাইস চ্যান্সেলর কর্তৃক মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে মনোনীত অ্যাডভোকেট মোঃ শাহজাহান পারভেজকে সভাপতি, কলাপাড়া উপজেলার বৃহত্তর খাপড়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মোঃ খলিলুর রহমান হাওলাদার এর জ্যেষ্ঠ পুত্র মোঃ সাইফুল ইসলাম সোহাগ হাওলাদারকে বিদ্যুোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেন।

মনোনীত অন্য ৩ সদস্য হলেন- পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ মোঃ কালিম মাহমুদ সদস্য-সচিব, প্রতিষ্ঠাতা একজন অথবা প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা বা হিতৈষীদের মধ্য থেকে সভাপতি কর্তৃক মনোনীত একজন সদস্য,কলেজের শিক্ষকদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে একজন সদস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট