1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে র‍্যাবের জালে মানিক 

ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহে র‍্যাব-১৪ একটি টহল দল (২৮ এপ্রিল) রাতে কথিত সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন মানিক জানান যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ২৯, পণ্ডিত পাড়া, জিলা স্কুল মোড় সংলগ্ন “লাইভ কেয়ার মেডিসিন সপ’’ এ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে। উক্ত সংবাদের সত্যতা যাছাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে “লাইভ কেয়ার মেডিসিন সপ’’ এর সামনের অংশের প্রবেশ মুখে গ্লাসের তৈরী রেকের উপর খাবার স্যালাইনের বক্সের ভিতর সাদা টিস্যু পেপার দিয়ে মোড়ানো বায়ুরোধক পলিথিনের ভিতর ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয় । এ সময়  দোকান মালিক মোঃ মাহদুদুল হাসান আরাফাতকে জিজ্ঞাসাবাদ করলে তিনি উক্ত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে কিছু জানেন না মর্মে জানান। 

এ সময় উপস্থিত লোকজন দোকান মালিক মোঃ মাহদুদুল হাসান আরাফাত একজন ভালো মানুষ এবং তিনি এ ধরণের কাজ করতে পারে না বলে জানায়। দোকান মালিক জানান যে, মোঃ সাদেকুর রহমান সাদেক (৪৮) নামে এক ব্যক্তিকে তার দোকানে সন্দেহজনক আগমন এবং স্যালাইনের বক্সগুলো নাড়াচাড়া করতে দেখেছেন। তখন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, পাঞ্জাবি-পাজামা এবং চোখে রঙ্গিন চশমা পরিহিত অবস্থায় মোঃ সাদেকুর রহমান সাদেক (৪৮) দোকানে আসেন এবং খাবার স্যালাইনের বক্স থেকে একটি স্যালাইন নিয়ে সু-কৌশলে স্যালাইনের বক্সে ইয়াবা ট্যাবলেট রেখে চলে যান। 

 পরবর্তীতে একই তারিখ রাত ২২:৫০ ঘটিকায় সংবাদদাতা মোঃ বিল্লাল হোসেন মানিক (৩৮) কে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের ওয়ারর‌্যাস পশ্চিমপাড়া সাকিনস্থ এক চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়। অপর আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত