1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

মন্ডুমালা পৌর বাজারে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের সংকট!

তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে
Oplus_131072

দেশের উত্তর – পশ্চিমে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার( বরেন্দ্র ভূমি) তানোর উপজেলাস্থ” মুন্ডুমালা পৌরসভার (মুন্ডুমালা হাট ও দৈনিক মুন্ডুমালা বাজারে) ব্যবসায়ি ও ক্রেতাদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ দেয়ার লক্ষ্মে স্থাপিত গভীর (সাবমারসেবল পাম্প) সম্পুর্ন অকেজো হয়ে পড়ে আছে।

আজ ২৭- ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে, মুন্ডুমালা পৌর বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মুন্ডুমালা হাট ও দৈনিক মুন্ডুমালা বাজার এর ব্যবসায়ি ও ক্রেতাদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ দেওয়ার লক্ষ্মে, স্থাপিত গভীর (সাবমারসেবল পাম্প) সম্পুর্ন অকেজো হয়ে পড়ে রয়েছে।

বাজার এর হোটেল, কনফেকশনারি ও চা দোকানিরা বলেন; বাজার এর দোকানগুলোতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও দোকানে আগত ক্রেতাদের বিশুদ্ধ খাবার পানি খাওয়ানোর জন্য মুন্ডুমালা পৌর হাট- বাজারে মুন্ডুমালা পৌরসভা এক টি অগভীর সাবমারসেবল পাম্প স্থাপন করেন। হটাৎ করে পাম্পে পানি ওঠা কমে যাই, বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ার কারণে, পাম্পে মোটেও পানি উঠছে না। বাজার এর সকল ব্যবসায়ীরা পাম্প টির (সেচ-অবকাঠামো পূর্ণ বাস্তবায়নের জন্য) মুন্ডুমালা পৌরসভায় একাধিক বার আবেদন করার পরেও, পৌরসভা কর্তৃপক্ষ গুরুত্ব আরোপ করছে না। এতে করে মন্ডুমালা পৌর বাজারে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের সংকট হয়ে পড়েছে।

মুন্ডুমালা পৌরসভা হার্ট ও বাজারের সকল ব্যবসায়ী এবং বাজারে আগত অনেক ক্রেতাগণ দ্রুত বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য মন্ডুমালা পৌর কর্তৃপক্ষের নিকট সবিনয়ে আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট