কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাক্ষ্মণবাড়ীয়াসহ আশেপাশের জেলাগুলোর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার এক সম্ভাবনাময় আগামী বির্নিমাণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার ভৈরবে স্থাপিত হয় ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি। জাতীয়, ধর্মীয় ও নানা দিবস উদযাপনের অংশবিশেষ হিসেবে ১৫ মার্চ, ২০২৫, শনিবারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক- এর আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয়। তিনি তাঁর আলোচনায় দেশ ও উপস্থিত সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।
উপাচার্য মহোদয়ের বক্তব্যের পর ইফতারের পূর্বমুহূর্তে বিশেষ মোনাজাত করা হয়। এই দোয়া ও ইফতার মাহফিলে এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাকির হোসেন, সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম নাজমুস সাদাত, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন জনাব মোঃ আশেক আল আজিজ, বিজনেস অনুষদের ডিন ড. আকিম এম রহমান।
এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত