1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

ভূমিদস্যুরা সাংবাদিক সম্মেলন নামে অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

পটিয়া বড়লিয়া খাঁন বাড়ীর ভূমিদস্যু মাহবুবুর আলী খাঁন নামে ব্যাক্তি আমার পৈত্রিক সম্পত্তি জবর দখলে রেখে সমাজের বির্তকিত ও বেআইনী কাজে লিপ্ত এরকম ব্যাক্তিদের কে নিয়ে পটিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা আলী খাঁন ব্যাক্তির ৩ কড়া বাড়ীভিটা। গায়ের জোরের আমার পিতার ২ গন্ড ২ কড়া বসতভিটার জোরপুর্বক সেমিপাকা ঘর নির্মাণ।
তার অবৈধ ঘর নির্মাণ সমাজের সবাই বাধা প্রদান করেন। বাধা তোয়াক্কা না করে মামলা হুমকি দিয়ে বহিরাগত ভূমিদস্যু ও ভাড়া করা কাজের লোক ক্ষমতাবলে কাজ চলমান রাখে।
তখন আমার ভাইয়েরা শহরে আমাকে ফোন করে বিষয়টি জানান।
আমি পটিয়া থানা পুলিশের সহায়তা চাহিলে এস,আই ইমরুলে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়৷ শান্তিশৃঙ্খলা রক্ষার্থে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। ঐদিন আমার বড় ভাই বাহাদুর খাঁন বাদী হয়ে ভূমিদস্যু আলী খাঁনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন যাহার নং-১৮২৪ তাং ০১.০৩.২০২৫
আশ্চর্যের বিষয়টি হল এই যে, যাদের কে নিয়ে সংবাদ
সম্মেলন তারা কিন্তু সমাজের কেউও নয়, তারা বিভিন্ন অপরাধের অপরাধীর চক্রের সদস্য। ভূমিদস্যু আলী খাঁন আমার বড় ভাই বাহাদুর খাঁন থেকে ২৫.০০০ হাজার টাকা চাঁদা দাবী করলো পাড়ার সবাই সাক্ষী আছে৷ তার মেয়ের জামাই আনিস নামে ব্যাক্তির বিগত স্বৈরাচারের দোসর। বিচ্ছু সামসুল ভাই নবাবের সহযোগী। তার ক্ষমতাবলে আমার পিতার সম্পত্তি জবর দখল৷ আলী খাঁন তার বড় ভাই শের আলী খাঁন মৃত্যুর পর তার লাশ ঘরে ডুবাইতে দেয়নি। মৃত ব্যাক্তির শের আলী খানের পরিবার কে মারধর করে বাড়ী থেকে বিতারিত করে।

#এখনো এরা বাড়ীতে পারেনি তার ভয়ের। তাহলে ভূমিদস্যু আলী খাঁন কতো বড় ভূমিদস্যু এবং জুলুমবাজ- মামলাবাজ। আরোও অনেক অপ-কর্মের হোতা।

#যেমন(১) রুবেল নামে ভূমিদস্যু,চোরা সিএনজি ক্রয় বিক্রয় এবং পটিয়া জঙ্গল খাইন গ্রামের সাজাপ্রাপ্ত নুরগ্যা ডাকাতের ভাগিনা এবং তার অপর ভাই জিকু নারী হত্যার মামলার আসামী বর্তমানে জেলহাজতে।বাটপার গায়ের জোরের সমাজের মানুষকে মারধর করে এমনকি বিভিন্ন অপ-কর্মের সাথে বিভিন্ন সুত্রে খবর পাওয়া যায়।

(২) নোহা চালক মিনু ড্রাইভার ২/১ মাদক তার গাড়ী করে মাদক বহন করার অবস্হায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় বলে জানা গেছে। পরে জামিনে ছাড়া পায়। (৩) মিনু ড্রাইভাবের অপর ভাই ইলিয়াছ প্রকাশঃ নন্নাইয়া শহরে স্বৈরাচারের দোসর ভাংছুর মামলার আসামী ও অপকর্মে হোতা পটিয়া কিশোর গ্যাং সদস্যদের আড্ডাবাজিতে দেখা যাইতো।
এরাই ভূমিদস্যু মাহবুবুর আলী খাঁনের ভাড়া করা গুন্ডা বাহিনী। এসব ব্যাক্তিদের নিয়ে সংবাদ সম্মেলন এটা একটা হাস্যকর ছাড়া আর কিছু নয়।

সংবাদ সম্মেলন প্রত্যাহার না করলে আইসিটি আইনের এবং মানহানি মামলা সহ আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে বলে আমার fb আইডি থেকে ঘোষনা করলাম।
পটিয়ার সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দরা বিষয়টি অনুসন্ধান করে দেখুন। আসল এরা অপরাধী কারা???
পাঠক সমাজ দেখুন। তাদের সামাজিক মর্ষাদা কতোটুকু৷
এসবের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দরা তথ্য অনুসন্ধান চালাচ্ছে। বিস্তারিত সংবাদ প্রকাশিত হবে।
সকলেই প্রতি আমার স্বশ্রদ্ধা সালাম এবং মোবারকবাদ।
নিবেদক
মোঃ আজম খাঁন
ব্যুরো প্রধান
জাতীয় দৈনিক অপরাধ দমন, চট্টগ্রাম
সভাপতি
জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি,
চট্টগ্রাম জেলা।
আহবায়ক
চট্টগ্রাম সাংবাদিক অধিকার পরিষদ।
সম্পাদক
online Channel Gram Banglar Voice..

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট