খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, ভাস্কর্য ইস্যু ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে এক শ্রেণির লোক উঠে পড়ে লেগেছে। ইসলামে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নেই।
সব অপশক্তি মোকাবিলা করে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।রাজধানীর পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলনা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মুহাম্মদ উবায়দুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত