ভারতে ইসলাম ধর্ম ও রাসুল (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল করেছে কলাগাছিয়া ইউনিয়ন যুবসমাজ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা বাজারে যুব সমাজের উদ্যােগে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা মো. ফেরদৌস, মো. তৌহিদুল ইসলাম মাসুদ ও হাফেজ মো. মোতাহার হোসেন প্রমুখ। এছাড়াও সমাবেশে স্থানীয় যুবক, শিক্ষার্থী ও মুরব্বিরা অংশ নেয়।
বক্তারা বলেন, রাসুল (সঃ) এর অপমান মুসলমানরা মেনে নিবে না। ইসলাম শান্তির ধর্ম, মুসলমানরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কোন ধর্ম অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করা শেখায় না। চলতি মাসের শুরুর দিকে ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ একটি ধর্মীয় সভায় রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। সমাবেশ থেকে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত