মোঃ জাহাঙ্গীর আলম
জামালপুর
BIWT এর উদ্যোগ যমুনা নদীর মূখ থেকে গাজীপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর নাব্যতা ফেরাতে নদী খনন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মোট ৫০ টি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
করিম ড্রেজার লিমিটেড নরুন্দি ইউনিয়নে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর অংশবিশেষ BIWT কর্তৃপক্ষ পরিদর্শনে আসেন । ড্রেজার কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় , প্রকল্পের মেয়াদ তিন বছর। বিশেষ কোনো অসুবিধা না থাকলে ২০২৪ ইংসাল থেকে শুরু হয়ে ২০২৬ ইং সালের শেষ হওয়ার সম্ভাবনা আছে। খনন গভীরতা হবে পানির পৃষ্ঠ থেকে ১৩ ফুট থেকে ১৪ ফুট, প্রশস্থ হবে ১৫০ ফুট থেকে ৩০০ ফুট। করিম ড্রেজার লিমিটেডের কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নরুন্দি বেপারী পাড়া, নরুন্দি কেন্দ্রীয় ঈদগা মাঠ, নরুন্দি বাজার, নরুন্দি ভূমি অফিস, কে বন্যায় নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য প্রায় ১.২৫ কিলোমিটারের অধিক বালুর বাধ তৈরি করা হয়। যা নদী ভাঙ্গন থেকে বিশেষ ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞ গণ মনে করেন। এই কর্মযজ্ঞের পিছনে বিশেষ অবদান রাখেন মোঃ এমদাদুল হক সভাপতি নরুন্দি ইউনিয়ন বি এন পি সহ এলাকার সুধিবৃন্দ । নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বললেন, নরুন্দি বেপারী পাড়া ঈদগা মাঠ নরুন্দি বাজার এবং ইউনিয়ন ভূমি অফিসের পিছন দিয়েই বয়ে গেছে নদী, যখনই নদীতে পানি বৃদ্ধি পায়, তখন ওই দেখা দেয় ভাঙ্গন এই নদী ভাঙ্গনের ফলে নরুন্দি বেপারীপাড়া ঈদগা মাঠ এবং বাজার ভূমি অফিস ভাঙ্গনের কবলে ছিল।
এখন এই বালু ভরাট এর কারণে আমাদের এই প্রতিষ্ঠানগুলো ঝুঁকিমুক্ত।