1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

বোয়ালখালীর বিএনপি,র সাবেক মহিলা নেত্রী লায়লা বেগমের ছেলে সেকান্দর বাদশা উপর হামলা৷ থানায় মামলা দায়ের।

আবুল কাশেম চট্টগ্রাম।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
Oplus_131072

বোয়ালখালীর গোমদন্ডী বহদ্দার পাড়ার সাবেক বিএনপি,র মহিলা নেত্রী,কাউন্সিলর লায়লা বেগমের ছেলে স্হানীয় বিএনপি নেতা সেকান্দর বাদশার কালুরঘাট থেকে ১নং বাস করে কোর্টে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে চান্দগাঁও এলাকাধীন পাঠানিয়া গোদা গাড়ী পৌঁছিলে বিএনপি নেতা সেকান্দর বাদশার উপর সন্রাসীরা হামলার ঘটনার থানা সুত্রে জানা গেছে।
গত ৬ জানুয়ারী,২৫ রোজঃ সোমবার সকাল ১০টায় কালুরঘাট থেকে ১নং বাস যোগে কোর্টে মামলার হাজিরার যাওয়ার পথে নগরীর পাঠানিয়া গোদায় গাড়ী গেলে সেকান্দর বাদশার পুর্বের মামলার আসামীরা গাড়ী থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে অপহরণে চেষ্টা ও মারধর করে রক্তাক্ত জখম করে সন্রাসীরা পালিয়ে বলে সেকান্দর বাদশা জানান। গুরুতর আহত অবস্হায় সেকান্দর বাদশা কে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করান তার স্ত্রী ও শশুর আহমদ হোসেন চৌধুরী।
চান্দগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। হামলার ঘটনার চান্দগাঁও থানার এস,আই অসিত নাথ মামলা তদন্ত করছে অভিযোগ সুত্রে জানা যায়।
আরোও জানা গেছে, বিগত ফ্যাসিবাদ সরকারের দোসরেরা সাবেক বিএনপি,র মহিলা নেত্রীর লায়লা বেগম ও তার ছেলে স্হানীয় বিএনপি নেতা সেকান্দর বাদশা বিএনপি,র রাজনৈতিক সাথে জড়িত ছিল বিধায় তার পৈত্রিক সম্পত্তি বসত ভিটা জবর দখল করার জন্য ভূমিদস্যুরা মরিয়া হয়ে উঠে তখন সেকান্দর বাদশা জীবনের নিরাপত্তা চেয়ে গত ১১.১২.২৪ সালে তিনি বাদী হয়ে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন ডায়েরী নং ৪৯৭।
উপরোক্ত জিডি আসামীরা তাকে হত্যার উদেশ্যে দীর্ঘ সময় ধরে চেষ্টা করছে বলে বিএনপি নেতা সেকান্দর বাদশা জানান।
এ বিষয়ে গত ১৫.১০.২০২৩ ইং সেকান্দর বাদশা বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রটে আদালত-০৫ (বোয়ালখালী) স সিআর মামলা দায়ের করেন সিআর মামলা নং-৪০৪/২৩।
উক্ত মামলার তদন্ত প্রতিবেদন গত ১৪.০১.২০২৪ সালে আদালতে দাখিল করে মামলা সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত