গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থসহ ৬ জন মাদক ব্যবসায়ীসহ ২৫ মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। দুপুরে জয়দেবপুর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ বিভাগ) আমিনুল ইসলাম।তিনি জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার বানিয়াচলা এলাকায় মাদক ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মিরাজুল ইসলামের নেতৃত্বে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম একটি টিম সাথে নিয়ে আমির কসাইয়ে বাড়িতে অভিযান চালায়।এ সময় বিভিন্ন ঘরে তল্লাশি করে ৩৯ কেজি গাঁজা, ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বোতলে বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৮১ হাজার ৯৩৫ টাকা জব্দ করা হয়। এবং মাদক সেবনরত অবস্থায় ২৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিরাজুল ইসলাম জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিমসহপুলিশ কর্মকর্তা সাংবাদিকরা।