গাজীপুরের শ্রীপুর বাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদ, ১১৩ পুরিয়া গাঁজা, নগদ ২০ হাজার টাকা নিয়ে ৩ নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার কর, শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সহযোগিতায় শ্রীপুর বাজার পশু হাসপাতালের সামনে লালজির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, শ্রীপুর ২নং ওয়ার্ডের ঈশ্বর রবিদাসের মেয়ে রিনা রবিদাস (৫৫), সুনিল রবিদাসের মেয়ে শ্যামলী রবিদাস (৩০), লালজি রবিদাসের স্ত্রী ফুলমতি রবিদাস (৪৫) ও লালজি রবিদাসের ছেলে সুজন রবিদাস।
এদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার আনতাজ উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন কালটুকে (৩৫) ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার শরীফার বাড়িতে ভাড়া থাকতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।