অদ্য ২৮ মার্চ রোজ শুক্রবার সারাদিন লামা উপজেলা হিল ভিডিপি, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মধ্যে আনসার ভিডিপি মহা পরিচালক প্রদত্ত ঈদ সরঞ্জাম বিতরণ করা হয়। দিনব্যাপী উক্ত ঈদ সরঞ্জাম বিতরণ করেন আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক মোঃ হিরু।
উপজেলার আজিজ নগর, ফাইতং, রূপসীপাড়া, লামা সদর, গজালিয়া এবং ফাঁসিয়াখালী ইউনিয়নে হিল ভিডিপি সদস্য সর্বমোট ২৭৩ জন,অন্যান্য ভাতা ভোগী সদস্য ৪৬ জন সহ সর্বমোট ৩১৯ জন সদস্যদের মধ্যে উক্ত সরঞ্জাম বিতরণ করা হয়।
বাহিনীর গরিব সদস্যরা যাতে একটু আনন্দে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য মহাপরিচালকের পক্ষ থেকে এই সরঞ্জাম বিতরণ করা হয়। প্রত্যেক সদস্যকে লাল সেমাই ২ প্যাকেট, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, পাউডার দুধ ১ প্যাকেট, সুজি ১ প্যাকেট, বিরিয়ানির চাউল ১ প্যাকেট, ঘি ১ কৌটা, কোকোলা নুডুলস ২ প্যাকেট প্রদান করা হয়। উক্ত ঈদ উপহার পেয়ে সদস্যরা খুবই আনন্দিত।
উল্লেখ্য, এই প্রথম আনসার ভিডিপি সদস্যদের মধ্যে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হলো।