বরিশালের বানারীপাড়ায় বাবা মায়ের সাথে অভিমান করে আত্নহত্যার পথ বেছে নিল ১০ বছরের মেধারী শিক্ষার্খী তোয়া। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৮নং উমরেরপাড় গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে পদ্মবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইসলাম তোয়া (১০) বাবা মায়ের সাথে অভিমান করে ঘরের বারান্দার আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাস লাগিয়ে আত্নহত্যা করে। বানারীপাড়া থানা পুলিশ ঘরের আড়া হতে মহদেহের ঝুলন্ত লাশ উদ্ধার করে। জানা গেছে, ফারিয়া ইসলাম তোয়া খুব মেধাবী শিক্ষার্থী ছিল। কয়েকদিন ধরে পড়াশুনায় অমনোযোগী হওয়ায় এবং বর্তমানে বিদ্যালয়ে পরিক্ষা চলায় পড়াশুনার জন্য বাবা, মা বকাবকি করে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অভিভাবকদের উপর অভিমান করে ২৩ মে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ফারিয়া ইসলাম তোয়া গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। ফারিয়ার বাবা ফারুক হোসেন বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মা পদ্মবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাম্মৎ । বাবা মায়ের দুই সন্তানের মধ্যে বড় আদুরে কন্যা ফারিয়া ইসলাম তোয়া অভিমানে আত্মহত্যা করায় এলাকাজুড়ে বইছে শোকের মাতম।