শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাগাবাড়ি ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজের জমিত অবৈধভাবে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে।
বুধবার(২১ মে) সকালে বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল সেই দোকান ঘর নির্মাণ করতে বাধা দিলে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের লোকজন এসে অধ্যক্ষের উপর চড়াও হয়। পরে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আসলে তাদের ওপরেও চড়াই হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে পরিবেশ শান্ত করে।
এ ঘটনায় অত্র কলেজ অধ্যক্ষ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অত্র কলেজর অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, সেখানে অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে। তাই আমি বাধা দিতে গেলে সেখানে ইমাম হোসেন নামে এক ব্যক্তির কাছে আমাকে লাঞ্ছনার শিকার হতে হয়। এবং তারা আমার বাধা মানেনি তাদের কাজ চালিয়ে যাবে বলে আমাকে হুমকি দিয়েছে।
এদিকে শহিদুল চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তার ফোন বাজলেও তিনি ফোন রিসিভ করেননি। হলে তার মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা ইমাম হোসেন বলেন, মার্কেট নির্মাণ করা হচ্ছিল। সেখানে আমি গিয়েছিলাম। অধ্যক্ষ কে বোঝানোর জন্য। অধ্যক্ষর সাথে আমার কোন কথা কাটাকাটি হয়নি। তারা আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করছে সেগুলো মিথ্যা।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান, আপাতত মার্কেট নির্মাণ বন্ধ আছে। দুই পক্ষকে আমি কাগজপত্র নিয়ে ডেকেছি। কাগজ দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত