আজ ২৭ ডিসেম্বর ২০২০ তারিখ মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট জনাব মোঃ মামুনুর রশীদ মহোদয়ের নির্দেশনার আলোকে বাগেরহাটের রামপাল উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করা, যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন ব্যতীত এলোপ্যাথি চিকিৎসা করা, বেসরকারি ক্লিনিকে প্রতিশ্রুত সেবা প্রদান না করা, সেবামূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি অপরাধে দন্ডবিধি, ১৮৬০, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় ৪ জনকে সর্বমোট ৭১,০০০/- (একাত্তর হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব আরাফাত সিদ্দিকী।
জেলা পুলিশ, বাগেরহাট এর সদস্যগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত