1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

বদলগাছীতে মে দিবস উপলক্ষে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি।
মহান মে দিবস উপলক্ষে বদলগাছী উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) সকালে উপজেলার চারমাথা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর অডিটোরিয়ামের ভিতরে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জনাব মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শাহজাহান আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমের মর্যাদা এবং সংগঠনের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট