1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ১৪ জুন পর্যন্ত পালিত হবে ভূমি সেবা সপ্তাহ

মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে ০৮-১৪ জুন, ২০২৪ সারাদেশের ন্যায় ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে পালিত হচ্ছে ভূমিসেবা সপ্তাহ ২০২৪।

শনিবার (৮ জুন) উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহের সার্বিক কর্মকাণ্ডের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পরিষদ হলরুমে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহ রঙ বেরঙের বেলুন, ফুল ও ভূমি সপ্তাহ উপলক্ষে তৈরিকৃত বিভিন্ন তথ্য সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। সাজানোর পাশাপাশি উপজেলা ভূমি অফিসে নাগরিকের দ্রুত ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রকার সেবা যেমন নামজারির আবেদন, মিস কেস দায়ের, শুনানি, খতিয়ানের নকল প্রদান, খাজনা প্রদান ইত্যাদির জন্য স্থাপন করা হয়েছে বিশেষ বুথ।
উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন এবং এ লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট