দিনাজপুরের ফুলবাড়ী জয়নগর বাজারে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক ও যাত্রী নিহত ২ জন।
বুধবার ( ২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বিরামপুর আঞ্চলিক মহাসড়ক থেকে থেকে ছেড়ে আসা ট্রাক জয়নগরে ভ্যানের পিছনে ধাক্কা দিলে ভ্যানের যাত্রী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে গড় পিংলাই গ্রামের মৃত মইস উদ্দীনের ছেলে একেন আলী ( ৫০) নিহত হন। আহত ভ্যান চালকে গুরুতর অবস্থায় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে দিনাজপুর মেডিক্যালে যাওয়ার পথে বারাইপাড়া গ্রামের আকরামের ছেলে আয়ুব আলী মৃত্যুবরণ করেন।
ঘটনাস্থলে এসআই মো. ফরিদুল ইসলাম বলেন, ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত