দিনাজপুরের ফুলবাড়ীতে মিছিলে ককটেল নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নবিউল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, উপজেলা বিএনপি সহ-সভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিজার রহমান তপু, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, যুগ্ম আহবায়ক সিবলি সাদিক, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল
ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান প্রমূখ।
বিক্ষোভ মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।