মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় “জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার বিভিন্ন ক্যাটাগরিতে সফলতার জন্য শ্রেষ্ঠ ছাত্র/ছাত্রী, শিক্ষক এবং প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ নেওয়াজ বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং সহকারী শিক্ষা অফিসারগণ, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পশ্চিম মাড়াদেওড়া প্রাইমারি স্কুলের শিক্ষক আয়েশা খাতুন। এছাড়াও, জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফুলপুরের বিলাসাটি স্কুলের ফিরোজ আলম। জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এবং অন্যান্য অতিথিবৃন্দ সফল শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন। বক্তারা প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।