পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িতে বিলাসবহুল তেমন কিছুই পাওয়া যায়নি। বাড়ির ভেতরে যা ছিল, তা সবই ‘লোকাল প্রোডাক্ট গতকাল বুধবার বেনজীর আহমেদের রূপগঞ্জের বাড়িতে চার ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে এমনটিই জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত দল। তল্লাশির সময় বাড়ির ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ দুপুর সাড়ে ১২টার পর জেলা প্রশাসন ও দুদকের একটি সমন্বিত দল বাড়ির ডিজিটাল লক খুলে ভবনের ভেতর প্রবেশ করে। এ সময় বাড়ির ভেতর সাংবাদিকদের প্রবেশ করতে নিষেধ করা হয়। তল্লাশি চলার সময় কেউ যেন বাড়িতে প্রবেশ করতে না পারে, সে জন্য বাড়িটির প্রধান ফটকে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। চার ঘণ্টার বেশি সময় ধরে বাড়িতে তল্লাশি চলে। তল্লাশি শেষে বিকেল পাঁচটার দিকে বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুর আলম। এ সময় দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বেনজীর আহমেদের বাড়িতে তল্লাশির খবর পেয়ে আশপাশের এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। তল্লাশি শেষে শফিকুর আলম বলেন, ‘বাড়িতে একটি পরিবার থাকলে যে রকম জিনিসপত্র পাওয়া যায়, সেগুলোই আমরা পেয়েছি। রান্নাঘরে চায়ের কাপ, আসবাব, টিভি—এ ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি। আমরা এসবের তালিকা করেছি।’
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত