মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
পল্লীকবি জসীমউদদীনের কালজয়ী কবিতা 'কবর' এর শতবর্ষ উপলক্ষে আদিনা ফজলুল হক সরকারি কলেজে সম্প্রতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে পল্লীকবির কবিতা আবৃত্তিসহ বরেণ্য কবিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলা বিভাগের প্রভাষক রচনা বেগম। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীসহ সাহিত্যানুরাগী সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত