পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- আগামী ১৬ মে শুক্রবার বাদে মাগরিব পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল ডাকবাংলোর পূর্বপার্শ্বে,ছালেহ আহমদ
চৌধুরীর বাড়ীতে খাজা গরীব নেওয়াজ ( (রহ:) ফাতিহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন সুলতানুল হিন্দ হয়রত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি খাদেম হাজী পীর ছৈয়দ মোহাম্মদ সমীরউদ্দীন চিশতি। ঈদ-এ মিলাদ মাহফিল উদ্বোধক থাকবেন শাহছুফী সৈয়দ রহমান মিয়া শাহ (মা.জি.আ), প্রধান মেহমান ছৈয়দ মুফতি মাইনুল ইসলাম জুনায়েদ, প্রধান বক্তা বিশিষ্ট আলেমেদ্বীন জাহাঙ্গীর আলম আল কাদেরী, মিলাদ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ,আরজগুজার মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন চিশতি।