সাংবাদিক আজম খাঁন বলেন আমার পৈত্রিক বসতভিটার ওপর জোর পুর্বক ঘর নির্মাণ করার সময় প্রথমে বাধা প্রদান করে স্হানীয় মেম্বার মুফিজুর রহমান ও দফদার দিদাররুল আলম। কিছুক্ষন পর পটিয়া থানার এস,আই ইমরুল নেতৃত্বে একদল পুলিশ প্রশাসন এসে বেআইনী কাজের বাধা প্রদান করেন৷। পরিবর্তিতে আমার বড় ভাই মোঃ বাহাদুর খাঁন বাদী হয়ে পটিয়া থানায় জিডি রুজু করা হয়। ভূমিদস্যু আলী খাঁন কে বিবাদী করা হয়।
পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুলির হুকুম দাতা বহু মামলার আসামী পটিয়ার স্বৈরাচারের ক্যাডাম বাহিনী প্রধান পলাতক হাসিনার দোসর সামসুল হক চৌধুরী ও তার ভাই নবাব এর বিশ্বস্ত হাতিয়ার আওয়ামীলীগ নেতা আনিস নামে ব্যাক্তি আমার ভিটার উপর ঘর নির্মাণের দৃশ্য আনিসের ছবিযুক্ত ও চন্দনাইশের জিয়াউদ্দীন ব্যাক্তির ছবি দেখুন।
আজম খান আরো বলেন সুতারাং শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করা ছাড়া কিছু নয়। বহিরাগত ভাড়াটিয়ারা সহ আমার পিতার বাড়ী ভিটা জোর পুর্বক সেমিপাকা ঘর নির্মাণ করা বেআইনী। ভূমিদস্যু আলী খাঁনের বড়ভাই মৃত শেখ আলী খাঁনের বসত ভিটা ভূমিদস্যু আলী খান জবর দখল করে তার ভাইয়ের পরিবার কে বাড়ী থেকে উচ্ছেদ করল এটা এলাকাবাসী জানেন।
এসব বিরুদ্ধে বাড়ীর সবাই প্রতিবাদ করল।
এসব কারনে ক্ষিপ্ত হয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলনের আয়োজন। উক্ত সাংবাদিক সম্মেলন মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন।
পুলিশ প্রশাসন শান্তি রক্ষার্থে সরোজমিনে এস,আই ইমরুল উপস্হিত হন। এসময়ে স্হানীয় দফদার দিদারুল আলম ও মেম্বার মুফিজুর রহমান স্বয়ং উপস্হিত। বহিরাগত ভাড়াটিয়ারা ভূমিদস্যুরা এসেছে আমার পিতা বসতভিটা উপর ঘর নির্মাণ পটিয়া তথা সারাদেশের সাংবাদিক সমাজ দেখুন। এসব সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসব মিথ্যা সাংবাদিক সম্মেলন প্রত্যাহার না করলেই সুনিদিষ্ট তথ্য ভিত্তিক মানহানি মামলা দায়ের করতে বাধ্য হবো। জানান তিনি
মোহাম্মদ আজম খাঁন সভাপতি
জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি, চট্টগ্রাম।
আহবায়ক চট্টগ্রাম সাংবাদিক অধিকার পরিষদ।
ব্যুরো প্রধান জাতীয় দৈনিক অপরাধ দমন, চট্টগ্রাম৷
(মিডিয়াভূক্ত)।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত